ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি : রাহুল গান্ধী

পাটনা, ২৩ জুন (হি.স.): বিজেপির বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার রাহুল গুরুতর অভিযোগ এনে বলেছেন, ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি। দীর্ঘদিন পর শুক্রবারই দেশে ফিরেছেন রাহুল গান্ধী, দিল্লি থেকে এদিন তিনি আসনে পাটনায়। বিরোধীদের বৈঠকে যোগ দিতেই রাহুল এদিন পাটনায় এসেছেন। এদিন পাটনায় দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, ঘৃণা ও হিংসা ছড়ানোর পাশাপাশি দেশকে বিভক্ত করার কাজ করছে বিজেপি। আমরা ভালবাসা ছড়িয়ে দিতে এবং একত্রিত করতে কাজ করছি। বিরোধী দলগুলি আজ এখানে এসেছে এবং আমরা একসঙ্গে বিজেপিকে পরাস্ত করব।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “ভারতে মতাদর্শের যুদ্ধ চলছে। একদিকে কংগ্রেস পার্টির ‘ভারত জোড়’ মতাদর্শ এবং অন্যদিকে আরএসএস এবং বিজেপির ‘ভারত তোড়ো’ মতাদর্শ…কংগ্রেস পার্টির ডিএনএ বিহারে রয়েছে।” রাহুল এদিন দাবি করে বলেছেন, “আমরা তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে জিতব এবং বিজেপিকে কোথাও দেখা যাবে না। আমরা জিতব কারণ আমরা দরিদ্রদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু বিজেপি মানে মাত্র ২-৩ জনকে সুবিধা দেওয়া।” বিরোধীদের বৈঠকে যোগ দিতে এদিন পাটনায় এসেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তিনি বলেছেন, “আমরা বিহারে জিতলে সারা দেশে জিততে পারব।”