অম্বাবুচী উপলক্ষে লক্ষ্মীনারায় মন্দিরের সামনে মেলা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷  অম্বুবাচী উপলক্ষে রাজধানীর আগরতলা শহরের লক্ষ্মীনারায়ণ বাড়ি সহ অন্যান্য মন্দিরগুলি সেজে উঠতে শুরু করেছে৷ লক্ষীনারায়ণ বাড়ির সামনে চারদিন ব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে৷ অম্বুবাচী উপলক্ষে শুক্রবার সকাল থেকেই লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির সহ অন্যান্য মন্দিরগুলিতে মা-বোনদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হবে৷ এজন্য মন্দির গুলিতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ অম্বুবাচী উপলক্ষে  অন্যান্য বছরের মত এবছরও লক্ষীনারায়ণ বাড়ির সামনে মেলার আয়োজন করা হয়েছে৷ ইতিমধ্যেই দোকানিরা বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে মেলায় আসতে শুরু করেছেন৷ চারদিন ব্যাপী এই মেলায় বিপুল জনসমাগম হয়৷ লক্ষীনারায়ণ বাড়ির সামনে অম্বাবুচি উপলক্ষে এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে৷ মেলা শান্তিপূর্ণভাবে অতিবাহিত করার জন্য প্রশাসনের তরফ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য ,সূর্য যে সময়ে মিথুন রাশিতে গমন করে, তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়৷ অর্থাৎ, পৃথিবী এই সময়ে ঋতুমতী হন৷ এই সময়ে ধরিত্রী মাকে ঋতুমতী হিসাবে কল্পনা করা হয়৷ অম্বুবাচী তিথি তন্ত্র-মন্ত্র নিয়ে যাঁরা চর্চা করেন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে, যা অম্বুবাচীর সময়ে মেনে চলা উচিত৷’অম্বুবাচীর তিন দিন পর্যন্ত কোনও রকমের মাঙ্গলিক কার্য করা যায় না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *