অসমে বন্যা, দুশ্চিন্তা না করার আহ্বান জলসম্পদ মন্ত্রী পীযূষের


গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : অসমে চলমান বন্যাকে কেন্দ্র করে দুশ্চিন্তা না করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যের জলসম্পদ দফতরের মন্ত্রী পীযূষ হাজরিকার।

আজ বৃহস্পতিবার জনতা ভবনে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী হাজরিকা বলেন, এবারের বন্যায় এখন পর্যন্ত চারটি স্থানে তিনটি নদীবাঁধ ভেঙেছে। যে তিন স্থানে নদীবাঁধ ভেঙেছে সেগুলি বরমা, নাওবৈচা এবং ভবানীপুর বিধানসভা কেন্দ্র এলাকার।

তিনি বলেন, নবনির্মিত নদীবাঁধ কোথাও ভাঙেনি। বরং এ সব নবনির্মিত নদীবাঁধ নির্মাণের ফলে এবার ধেমাজি, মরিগাঁও, মাজুলি, শদিয়া প্রভৃতি জেলায় সব বর্ষার মরশুমে যে ভয়াবহ বন্যা আসে তা থেকে রক্ষা পেয়েছে। মন্ত্রীর ব্যাখ্যা, কোথাও কোথাও ৬০ থেকে ৭০ বছরের পুরনো বাঁধ ভেঙে। তবে নদীবাঁধগুলিকে ভাঙনের কবল থেকে রক্ষা করতে দিনরাত কাজ করছেন তাঁর দফরের কর্মকর্তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পীযূষ বলেন, গত বছর রাজ্যের ২৬টি নদীবাঁধ ৪১টি স্থানে ভেঙেছিল। যেগুলি সম্পূর্ণ মেরামত করা হয়েছে। বলেন, ৪৫ বছরের ইতিহাসে এবার সবচেয়ে কম বন্যা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *