বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনায় মমতা, লালুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ


পাটনা, ২২ জুন (হি. স.): বিরোধীদের বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার পাটনায় গিয়েছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিমও । এদিন বিমানবন্দর থেকে লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান তিনি। দীর্ঘক্ষণ কথা হয় দু’জনের।

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন । তার আগে বিরোধীদের বৈঠক ডেকেছেন নীতীশকুমার । সেই বৈঠকে যোগ দিতেই এদিন পাটনা সফরে গেলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন বিমানবন্দর থেকে লালুপ্রসাদ যাদবের বাড়িতে যান তিনি। এদিন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে লালুর স্বাস্থ্যের খবর নেন মমতা। আরজেডি সুপ্রিমোর পায়ে হাত দিয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রীর দুই সফরসঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম। লালু জায়া রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যাদবের হাতে মমতা তুলে দেন বাংলার মিষ্টি, বস্ত্র। পাল্টা সৌজন্য হিসেবে মুখ্যমন্ত্রী সহ অন্যদের হাতে মধুবনী শিল্প, বুদ্ধমূর্তি ও মধুবনী বস্ত্র উপহার হিসেবে তুলে দেয় যাদব পরিবার।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে একজোট হচ্ছে বিজেপি বিরোধী দলগুলি। বিজেপিকে রোখার কৌশল ঠিক করতে পাটনায় বৈঠকে বসছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উদ্যোগে আগামী শুক্রবার এই বৈঠক হতে চলেছে। ওই বৈঠকে যোগদানের কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী। সেখানে মমতার সঙ্গে গিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিরোধীদের বৈঠকে মমতার সঙ্গে অভিষেকেরও যোগদানের সিদ্ধান্তকে ‘তাৎপর্যপূর্ণ’ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁরা মনে করছেন, ২০২৪-এর লোকসভা ভোটের আগে জাতীয়স্তরে বিজেপি বিরোধী জোটে তৃণমূলের ‘মুখ’ হিসাবে অভিষেককে তুলে ধরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *