অমরানগর থেকে ইন্দ্রনগর রোডে যানবাহন চলাচল বন্ধ

শিলচর (অসম) ২১ জুন (হি.স.) : শিলচর ও উধারবন্ধ টেরিটোরিয়াল রোড ডিভিশনএর নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ ( পিডব্লিউডি ) এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের সাধারণ অবগতির জন্য জানিয়েছেন যে

1710.00M-এ বিদ্যমান স্ল্যাব কালভার্টের শোচনীয় অবস্থার কারণে অমরানগর থেকে ইন্দ্রনগর রোড সকল প্রকারের যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে ।