বিশালগড়ে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালা ’বার্তালাপ’

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুন৷৷  মঙ্গলবার বেলা এগারোটায় বিশালগড় নতুন টাউন হলে  সিপাহীজলা জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে একদিবসীয় সংবাদমাধ্যমের কর্মশালা বার্তালাপ অনুষ্ঠিত হয়৷এই সংবাদ মাধ্যম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনফরমেশন ব্যুরো অফ কমিউনিকেশন এর উপ অধিকর্তা শুভাশীষ কুমার চন্দ,সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন এর ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত কর৷ এছাড়াও উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস,বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি ভবতোষ ঘোষ সম্পাদক তাজুল ইসলাম, কোষাধ্যক্ষ হারাধন দেবনাথ এবং সিপাহীজলা জেলার কর্মরত সকল সাংবাদিকগণ৷ উন্নয়নমূলক সাংবাদিকতা সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের ৯ বছর পূর্তি উপলক্ষে সামাজিক উন্নয়ন, সুশাসনের উপর আয়োজিত এই বার্তালাপ কর্মশালায় জেলার অন্তর্গত  ৫০ জন সাংবাদিক অংশগ্রহন করেন৷
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত অতিথিবৃন্দ উদ্বোধনী পর্বে প্রধান অতিথির ভাষণে বিশালগড়ের মহকুমা শাসক বিনয় ভূষণ দাস বলেছেন সরকারের  উন্নয়নমূলক প্রকল্পগুলি  রূপায়ণের ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা অপরিসীম৷ অনেক সময়ই এই প্রকল্পগুলির রূপায়নের ক্ষেত্রে ত্রুটি-বিচ্যুতিগুলি সামনে আসে সাংবাদিকদের সংবাদের মাধ্যমে৷ এর মধ্য দিয়ে প্রশাসনিকস্তরে উন্নয়নমূলক প্রকল্পের পরিমার্জন যেমন হয় তেমনি সঠিক দিশায় জনকল্যানমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন সম্ভব হয়৷ উন্নত রাষ্ট্রগঠনে উন্নয়নমূলক সাংবাদিকতার বিরাট ভূমিকা আছে এবং এধরনের কর্মশালার মাধ্যমে উন্নয়নমুলক সাংবাদিকতার যেমন পরিপুষ্ট হয় তেমনি, রাষ্ট্রের জনকল্যানের ধারাও অনেক সমৃদ্ধ হতে পারে৷  মহকুমা শাসক অটল পেনশন যোজনা,প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, পরিকাঠামো উন্নয়নের কর্মসূচি, উজ্জ্বলা স্কিমের বাস্তুবায়ন এর বিভিন্ন দিক তুলে ধরেন৷ তবে, এধরনের উন্নয়নমূলক স্কিমগুলোর নিয়ম-নির্দেশিকাগুলিকে পুস্তিকা আকারে ও সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে প্রচার বাড়ানো উচিত বলে তিনি মন্তব্য করেন৷ এরজন্য তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেন৷ বার্তালাপ অনুষ্ঠানে এদিন,  রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক এবং নর্থইস্ট কালারস্-এর সম্পাদক সঞ্জীব দেব উন্নয়নমূলক সাংবাদিকতা, উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন৷ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত চ্যালেঞ্জ সামনা করতে হয় এনিয়ে তিনি বেশকিছু দৃষ্টান্ত দেন৷ তিনি বলেন, উন্নয়নমূলক সাংবাদিকতার ক্ষেত্রে সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য  সেতুবন্ধনের কাজ করে থাকে  সংবাদমাধ্যম ও সাংবাদিকরা৷ তিনি সরকারি বিভিন্ন প্রকল্পের একটি দিক উত্থাপন করে বলেন, কোনো টেকনিকেল কারণে যদি জনগণ ন্যায্য সুবিধা না পান তখন সাংবাদিকরা কীভাবে এর ত্রুটি-বিচ্যুটি তুলে ধরেন তার দৃষ্টান্ত দিয়ে বলেন,তখন কিন্তু সরকার এই ত্রুটিগুলো পরিমার্জন করে জনগণকে ন্যায্য সুবিধা পাওয়ার ব্যবস্থা করেন৷ বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত তার সুদীর্ঘ সাংবাদিকতা পেশার অভিজ্ঞতা তুলে ধরে সাংবাদিকদের ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের সংবাদ করেই কিভাবে জনগণের কল্যানে সাংবাদিকতা করতে হয় এ নিয়ে আলোচনা করেন৷ সিপাহীজলা জেলার প্রবীণ সাংবাদিক স্বপন চক্রবর্তী বলেন, কোন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ পরিবেশন করার সময় সাংবাদিকরা যেন শুধু অথিতির ভাষণেই সীমাবদ্ধ না থাকেন৷ বিষয়টি নিয়ে তার বাইরে থাকা বিভিন্ন তথ্য যেন প্রতিবেদনে স্থান পায় তার উপর গুরুত্ব আরোপ করেন তিনি৷পঞ্চায়েত স্তর থেকে সংবাদ কর্মশালা করার প্রয়োজনীয়তা নিয়েও তিনি কথা বলেন৷ বিশালগড় প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমায় সংবাদ-মাধ্যম কর্মশালা আয়োজন করায় প্রেস ইনফরমেশন ব্যুরোকে অভিনন্দন জানান এবং এধরনের অনুষ্ঠান আরোও হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন৷ একদিনের এই কর্মশালা বার্তালাপ অনুষ্ঠিত হয় প্রেস ইনফরমেশন ব্যুরোর আগরতলা শাখা এবং বিশালগড় প্রেসক্লাবের উদ্যোগে৷স্বচ্ছ নিরপেক্ষ ও উন্নয়ন মূলক সংবাদ পরিবেশনে এমন কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ৷ কেননা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সমাজের উন্নয়ন সাধিত হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *