ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে রথযাত্রা উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুন৷৷  রাজ্য ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে রথযাত্রার উৎসব পালিত হয়েছে৷ আগরতলায় জগন্নাথ জিও মন্দির , ইসকন মন্দির, হরে কৃষ্ণ মন্দির সহ বিভিন্ন মন্দির থেকে রথ বের হয়৷ দুপুর গড়িয়ে বিকেল হতেই রাজধানীর আগরতলা শহরে রথ উৎসবকে কেন্দ্র করে লোকে লোকারণ্য৷ এ উপলক্ষে জগন্নাথবাড়ি রোডে মেলা বসে৷ রথযাত্রা উৎসব হিন্দু বাঙ্গালীদের অন্যতম ধর্মীয় উৎসব৷ এই উৎসবকে কেন্দ্র করে বাঙালি প্রাণ মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোন ঘাটতি নেই৷ রাজ্য রথ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন মন্দির নতুন সাজে সেজে উঠেছে৷ জগন্নাথ মন্দির ও ইসকন মন্দিরে এ উপলক্ষে সকাল থেকেই লোকসমাগম পরিলক্ষিত হয়৷ রথযাত্রার উপলক্ষে এদিন বিশেষ পূজা   অর্চনার আয়োজন করা হয়৷ জগন্নাথ বাড়ির সামনে রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে অগণিত ধর্মপ্রাণ আবাল বৃদ্ধ বনিতা সহ সকল অংশের মানুষের প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয়৷ রথের দড়িতে টান পড়তেই সব অংশের মানুষ এগিয়ে আসেন একটিবারের মতো রথের দড়িতে স্পর্শ করে পূণ্য অর্জন করতে৷৷ লোকে লোকারণ্য হয় গোটা এলাকা৷ জগন্নাথ বাড়ির সামনে থেকে যখন রথ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে অগণিত ভক্ত প্রাণ মানুষকে তা অনুভব করতে দেখা যায়৷ ইসকন মিশনের রথযাত্রাও এদিন শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে  গুরুজি কনফারেন্স হলে সামনে সমবেত হয়৷ এখানে  সপ্তাহব্যাপী হবে  হবে ধর্মীয় অনুষ্ঠান৷ বিভিন্ন  মন্দিরের রথ ছাড়াও কচিকাঁচারা ছোট ছোট রথ নিয়ে এদিন সকাল থেকেই বিভিন্ন অলিগলিতে ঘুরে বেড়াতে দেখা গেছে৷ অনেকেই এই ছোট রথের দড়ি টেনে নিজেদের মনোবাসনা পূরণ করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *