রায়গড়, ১৯ জুন (হি.স.): ছত্তিশগড়ের রায়গড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মারল যাত্রীবাহী একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৬ জন যাত্রী, তাঁদের মধ্যে দু”জনের আঘাত গুরুতর। আহত অবস্থায় সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে রায়গড় জেলার ঘারঘোদার কাছে একটি সেতুর ওপর।
এসডিওপি দীপক মিশ্র বলেছেন, সোমবার সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২৬ জন, দু”জনের চোট গুরুতর। তাঁদের রায়গড় মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালকের গাফিলতিতে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

