ফরিদাবাদ, ১৯ জুন (হি. স.) সোমবার উত্তর প্রদেশের ফরিদাবাদের জাতীয় সড়কের বাটা চকের কাছে ইউপি রোডওয়েজের একটি বাস উল্টে যায়। বাসটি উল্টে যাওয়ায় বাসের যাত্রীরা সামান্য আহত হয়েছেন। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পর অন্য বাসে করে পাঠানো হয়েছে।
জানা গেছে, বাসটি দিল্লির আইএসবিটি থেকে উত্তরপ্রদেশের আগ্রা যাচ্ছিল। বাসে প্রায় ২০ জন যাত্রী ছিল। বাসটি আইএসবিটি থেকে যাত্রা শুরু করে ফরিদাবাদের বাটা চকের কাছে উল্টে যায়। দুর্ঘটনায় জাতীয় সড়কের গ্রিলও ভেঙে গেছে। বাস উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব যাত্রীকে নিরাপদে বের করে প্রাথমিক চিকিৎসার পর অন্য বাসে বসিয়ে যাত্রার জন্য পাঠায়।