ইমফল, ১৯ জুন (হি.স.) : অগ্নিগর্ভ মণিপুরের ইমফল পশ্চিম জেলার কান্তো সাবাল গ্রামে দুর্বৃত্তদের গুলি চালনায় আহত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান।
ঘটনা গতকাল রবিবার রাত প্রায় ১১:৪৫ মিনিট নাগাদ লেইমাখং (চিংমাং) সংলগ্ন কান্ত সাবাল গ্রামে সংগঠিত হয়েছে। সূত্রের খবর, গ্রামে টহলদারি সেনা বাহিনীর দলকে লক্ষ্য করে বিনা প্ৰরোচনায় গুলি চালায় কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত। সূত্রটি জানিয়েছে, গুলিবিদ্ধ সেনা জওয়ানকে লেইমাখং-এর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে সূত্রটি।
ঘটনার পর উপদ্রুত এলাকায় অতিরিক্ত ভারতীয় সেনা ও কেন্দ্রীয় আধাসেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তদের পাকড়াও করতে চলছে যৌথ অভিযান।

