মলয় ঘটককে দিল্লিতে তলব ইডি-র

আসানসোল, ১৯ জুন (হি. স.): কয়লা পাচার মামলাতেই সোমবার দিল্লির ইডি দফতরে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কয়লা পাচারকাণ্ডে আগেও একাধিক বার মলয় ঘটককে তলব করেছে ইডি। তাঁর বাড়িতে গিয়ে তল্লাশিও করেছেন সিবিআই আধিকারিকরা।

আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে ইডি–র দফতরে। এর আগে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মলয় ঘটককে সময় দিয়ে ডাকতে হবে। সে ক্ষেত্রে ১৫ দিনের সময় দেওয়ার কথা জানায় দিল্লি হাইকোর্ট। ইডি সূত্রে খবর, আদালতের নির্দেশকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের কাছে সময় চেয়ে মেল করা হয়েছিল। তাঁকে একাধিক বার মেল করা হয় বলে দাবি ইডি-র সূত্রে। কিন্তু কেন্দ্রীয় সংস্থার সেই সূত্রই জানাচ্ছে, আইনমন্ত্রীর তরফে একটিও মেলের জবাব দেওয়া হয়নি। এরপর ইডি-র তরফ থেকে তৃতীয় বার মেল করা হয়। সেই মেলের জবাব দিয়ে ১৯ জুন তারিখটিতে সম্মতি দেন আইনমন্ত্রী।