বাগানে আফিম চাষের অভিযোগে গ্রেফতার দুই

সিমলা, ১৮ জুন (হি. স.) : পর্যটন কেন্দ্র কুফরি সংলগ্ন গ্রামের একটি বাগানে আফিম চাষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আফিমের চারা উদ্ধার করেছে জেলার ধলি থানা পুলিশ। অভিযানে বাগানের মালিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

কুফরির কুন্নি গ্রামে আফিম চাষ হচ্ছে বলে খবর পায় পুলিশ। এরপর শনিবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৩৭২০টি আফিমের চারা ও ৫৩৯ গ্রাম নেশাজাতীয় পাপির তুষ উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা রবিবার জানান, বাগানের মালিক হরি সিং (৫৪) বাসিন্দা কুন্নি ও তার পরিচারক দেবেন্দ্রকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ঢালী থানায় এনডিপিএস আইনে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।