অলিম্পিক দিবসের কর্মসূচিতে টেনিস ও বডি বিল্ডিং প্রদর্শনী অনুষ্ঠিত

 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। আন্তর্জাতিক অলিম্পিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন আজ, রবিবার ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকাল ৭টায় মালঞ্চা নিবাস স্টেট টেনিস কমপ্লেক্সে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা আর্ম রেসলিং অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বডি বিল্ডিং এবং আর্ম রেসলিং প্রদর্শনী প্রদর্শনী এমএল প্লাজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুপুর ১২:০০ টায়।

     উপস্থিত ছিলেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুজিত রায়। রতন সাহা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। উৎসাহী বডি বিল্ডারদের অংশগ্রহণে এটি একটি দুর্দান্ত অনুষ্ঠান ছিল। উল্লেখ্য, আট দিনব্যাপী আয়োজিত এই বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ২৩ জুন সকালে এক রেলির মধ্য দিয়ে শেষ হবে।