ভোটের আগে অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল, রাজভবনে খুলেন ‘শান্তিকক্ষ’

কলকাতা, ১৮ জুন (হি. স.) : পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে সন্ত্রাস রুখতে বড় পদক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রাজভবনে ‘শান্তি কক্ষ’ খোলার ঘোষণা করলেন তিনি। শনিবার রাতে রাজভবনের তরফে এ ব্যাপারে বিজ্ঞপ্তিও জারি করে বলা হয়েছে, ভোট সংক্রান্ত অশান্তি ঠেকাতে রাজভবনে অভিযোগ জানানো যাবে। সেই অভিযোগ রাজ্যপালের নির্বাচন কমিশনকে জানাবে। এরপর তারা সেই মতো উপযুক্ত ব্যবস্থা নেবে।

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। প্রাণহানিও ঘটেছে। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে অশান্তির বিরোধিতায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। ভাঙড়, ক্যানিংয়ের অশান্ত এলাকাও পরিদর্শন করেছেন। আর এবার রাজভবনে ‘শান্তি কক্ষ’ খোলা হল। সরাসরি ওই ‘শান্তি কক্ষ’–এ ফোন করে অথবা ই-মেলের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং [email protected] এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে। রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। রাজভবনের ‘শান্তি কক্ষ’ নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। রাজভবনকে এবার পার্টি অফিস ঘোষণা করে দিলেই পারেন।
বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিনে তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়-২ ব্লক। সেখানে কাঁঠালিয়ার বিজয়গঞ্জ বাজারে বোমাবাজি ও গুলিতে তিন জনের মৃত্যু ও হয়েছে। শুক্রবার সেই এলাকা পরিদর্শন করেন রাজ্যপাল বলেছিলেন, ‘আমি বাংলার মানুষকে আশ্বস্ত করছি, এই ভোটে হিংসাই বলি হবে। হিংসাকে নির্মূল করতে হবে। যারা হিংসা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে সংবিধান এবং আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে।’ শনিবার ক্যানিংয়ে যান রাজ্যপাল। গত বুধবার, মনোনয়নের চতুর্থ দিনে ক্যানিংয়ে শাসক তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ উঠেছিল। ক্যানিংয়ের সেই হিংসা কবলিত এলাকা ঘুরে দেখার পর তিনি বলেন, ‘গণতন্ত্রে ভয়ের কোনও জায়গা নেই। তিনি হিংসা বরদাস্ত করবেন না।’ এর পরেই ‘শান্তিকক্ষ’ খোলার কথা জানানো হল রাজভবন থেকে। চালু করা হল হেল্পলাইন নম্বরও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *