নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন৷৷মনিপুরী ভাষায় একটি রোমান্টিক সিনেমা আত্মপ্রকাশ করেছে৷ ছবিটি জনপ্রিয়তা অনুভব করে এটিকে বাংলায় রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ মনিপুরী ভাষায় আত্মপ্রকাশ করল রোমান্টিক সিনেমা৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ছবির পরিচালক সিদ্ধার্থ সিনহা জানিয়েছেন, ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের শিল্পীদের নিয়ে মেগা টু সিনেমা আসামের গুয়াহাটিতে তৈরি করা হয়েছে৷ এই ছবির শুটিং হয়েছে আসাম, মেঘালয় ও ত্রিপুরাতে৷ এই সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশ সহ আসাম ও ত্রিপুরার শিল্পীরা যার মধ্যে ধর্মনগরের এক অভিনেতা রয়েছেন৷ এই সিনেমা সুপার ডুয়ার হিট হয়েছে বলে দাবি করেছেন ছবির পরিচালক৷ তিনি বলেন এই সিনেমা বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায় ছাড়াও অন্য সম্প্রদায়ের মানুষ উপভোগ করতে পারবেন৷ এই সিনেমায় ইংরেজিতে সাব টাইটেল দেওয়া আছে৷ এই সিনেমার জনপ্রিয়তা দেখে এই সিনেমাকে বাংলা ভাষায় করার পরিকল্পনা রয়েছে৷ তিনি বলেন, এই সিনেমা একটি রোম্যান্টিক সিনেমা৷ এর মধ্যে অনেক শিক্ষামূলক বার্তা রয়েছে৷ বর্তমান যুগে অনেকেই শিক্ষিত যুবকদের সরকারী চাকুরী না হলে তাদের কাছে মেয়ে বিয়ে দিতে চান না৷ যার ফলে শিক্ষিত যুবকদের বিয়ে করতে গিয়ে অনেক সমস্যায় পরতে হয়৷ এই কাহিনী নিয়ে এই ছবি তৈরি করা হয়েছে৷ ১৮ই জুন ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সকাল ১১টা, ২টা, ৪টা ও ৭টায় এই সিনেমার চারটি শো দেখানো হবে৷ তিনি ধর্মনগরের সকল জনগণকে এই সিনেমা দেখার আবেদন জানিয়েছেন৷সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক ও নায়ক সিদ্ধার্থ সিনহা, নায়িকা কিন্নরী গগৈ, ধর্মনগরের অভিনেতা আরিয়ান সিনহা৷