ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।।
স্থগিত রাখা হলো ম্যাচ। মুষলধারে বৃষ্টির জন্য। রবিবার বিকেলে জম্পুইজলার মুখোমুখি হওয়ার কথা ছিলো এন এস আর সি সি। রাজ্য ফুটবল সংস্থা আযোজিত তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেল ৪ টায় শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু দুপুর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় মাঠ এবং মাঠের বাইরে জল জমে যায়। ফলে বাধ্য হয়েই ম্যাচটি স্থগিত রাখা হয়, জানান রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার। ওই ম্যাচের সূচী আগামীদিনে জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন তিনি।