ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন।। দুই দিনের ন্যাশনাল সেমিনার শুরু হচ্ছে আগামীকাল থেকে। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে মাসাধিককাল ব্যাপী আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামীকাল থেকে দুদিন ব্যাপী ন্যাশনাল সেমিনার শুরু হচ্ছে। আগামীকাল বিকেল তিনটায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে এমবিবি অডিটোরিয়ামে “যোগা হেল্থ এন্ড হ্যাপিনেস” বিষয়ক ন্যাশনাল সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গা প্রসাদ প্রসেন। সম্মানিত অতিথি হিসেবে আর্টস এন্ড কমার্স ডিপার্টমেন্টের ডিন প্রফেসর শ্যামল দাস, ফ্যাকাল্টি অফ সায়েন্স-এর ডিন প্রফেসর বাদল কুমার দত্ত , রেজিস্ট্রার ড. দীপক শর্মা প্রমুখ উপস্থিত থাকবেন। অর্গানাইজিং সেক্রেটারি ড. সঞ্জীব কুমার ভৌমিক সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
2023-06-18