কলকাতা, ১৭ জুন (হি. স.) : কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোটে রাজ্যে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চাইতে বৃহস্পতিবার নির্দেশ দেয় আদালত। গতকাল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল নবান্ন ও নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালেই অনলাইনে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন ফাইল করা হয়েছে। সোমবার সকালে পরিষ্কার হবে, সুপ্রিম কোর্টে কবে এই মামলার শুনানি হবে। আইনজ্ঞদের অনেকের মতে, সেই শুনানিতে সুপ্রিম কোর্ট যদি স্পর্শকাতর বুথের তালিকা চায় তার জন্য আগেভাগে প্রস্তুতি সেরে রাখতে চাইছেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। যাতে সবটা হাতের কাছে থাকে।
প্রসঙ্গত, এর আগে হাইকোর্ট জানিয়েছিল শুধুমাত্র স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। কমিশন সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের প্রধান বিচারপতির এজলাসের দ্বারস্থ হয়। তাতে দেখা যায় আগের চেয়েও কড়া নির্দেশ দিয়েছে আদালত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। শুক্রবার কাকদ্বীপের সভা থেকে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী আমার কাঁচকলা করবে। মণিপুরেও তো নিয়ে গেছ। ওখানে কী করেছে?’ যদিও রাজ্য ও কমিশনের সুপ্রিম কোর্টে যাওয়া প্রসঙ্গে সরব হয়েছে বিরোধীরা। এখন দেখার শীর্ষ আদালত কী রায় দেয়।