চালসা, ১৭ জুন (হি.স.): সাতসকালে মূর্তি নদীর ধারে এক বৃদ্ধের দেহ উদ্ধার করল মেটেলি থানার পুলিশ। মৃতের নাম ভোলা ওরাওঁ (৭০)। বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার হাকিমুদ্দিন পাড়া এলাকায়। শনিবার সকালে স্থানীয়রা ওই এলাকায় বৃদ্ধের দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, গতকাল বিকেল থেকে বৃদ্ধ নিখোঁজ ছিলেন। কীভাবে তাঁর মৃত্যু হল, তা এখনও জানা যায়নি। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠাবে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
2023-06-17