ভারতে কোভিড-সংক্ৰমণ বৃদ্ধি পেয়ে ১০৮; সক্রিয় রোগীর সংখ্যাও নিম্নমুখী, ফের মৃত্যু-শূন্য

নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.) : ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ওঠানামা করছে, ফের ১০০-র গণ্ডি ছাড়িয়ে গেল। পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। শুক্রবার সারাদিনে ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১০৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ১,৯৮৩-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০০ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। এযাবৎ মৃত্যু হয়েছে ৫,৩১,৮৯৩ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৫৯,৫১৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮১ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০০,১৪২ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৭,৩২,৫১২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৬ জুন সারা দিনে ভারতে ৭৪,৭৪৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *