শহরে টমটম ও অটো চালকের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্র

আগরতলা, ১৭ জুন (হি.স.) : যাত্রী পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগ তুলে স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে টমটম ও অটো চালকদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। পরর্বতী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

জনৈক টমটম চালকের অভিযোগ, অটো চালকরা প্রতিনিয়ত টমটম চালকদের উপর নির্যাতন করছেন। যাত্রী নিয়ে যাওয়ার সময় অটো চালকরা তাঁদের গাড়ি থেকে যাত্রী নামিয়ে দিচ্ছেন। তাঁদের আরও অভিযোগ, টমটম চালকদের কাছ থেকে চাবি ও নগদ টাকা নিয়ে যান একাংশ অটো চালক। যাত্রী নিয়ে গেলে অটো চালকরা টমটম চালকদের গালিগালাজ করেন। কতিপয় অটো চালকদের অত্যাচারে অতিষ্ঠ হয়েই স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভ দেখিয়েছেন টমটম চালকরা, এমনটাই দাবি তাঁদের।

এদিন জনৈক টমটম চালক ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁরা সরকারকে ট্যাক্স প্রদান করে যাচ্ছেন। প্রত্যক টমটমের বীমা রয়েছে। তবে, অটো চালকরা টমটম চালকদের যাত্রী পরিষেবায় বাধা দিচ্ছেন কেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। তাঁদের দাবি, বাধাহীনভাবে যাত্রী পরিষেবার ব্যবস্থা করে দিক সরকার। দাবি পূরণ না হলে আগামী বৃহত্তর আন্দোলন সামিল হবেন বলে তাঁরা হুশিয়ারী দিয়েছেন। 

এদিকে, ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও বিশাল টিএসআর বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।