নয়াদিল্লি, ১৭ জুন (হি.স.): ‘প্রযুক্তিগত সমস্যা’-র কবলে পড়ল ‘মেটা’-র তিনটি অ্যাপ— ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম। ভারতীয় সময় শুক্রবার রাত ১২টা নাগাদ সমস্যার মুখে পড়তে হয় বহু ব্যবহারকারীকে। মেসেজ থেকে ছবি অথবা ভিডিয়ো, কোনও কিছুই পাঠানো যাচ্ছিল না। বিশ্বজুড়েই এই সমস্যার মুখোমুখি হয়েছেন বহু ব্যবহারকারী। তবে, শনিবার সকালে দেখা যায় সমস্যা মিটে গিয়েছে।
কী কারণে এই সমস্যা, সেই সম্পর্কে এখনও পর্যন্ত মেটা কোনও বিবৃতি দেয়নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম— মেটার এই তিনটি অ্যাপই বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আচমকা পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন লক্ষ লক্ষ ব্যবহারকারী। অনেকে অভিযোগও জানিয়েছেন।

