ত্রিপুরায় ৩৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

আগরতলা, ১৭ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক বাড়িতে তল্লাশি চালিয়ে ৩৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু বাড়ির মালিককে আটক করা সম্ভব হয়নি।  উদ্ধার ফেন্সিডিলের বাজার মুল্য কুড়ি লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন সিপাহীজলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে থানায় খবর আসে সোনামুড়া খেদাবাড়ি পঞ্চায়েতের জুলাইবাড়ি এলাকার বাসিন্দা জাহির হোসেনের বাড়িতে প্রচুর পরিমান নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই মোতাবেক শুক্রবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়েছিল। সেখানে তল্লাশি চালিয়ে ৩৬০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। কিন্তু বাড়ির মালিক জাহির হোসনকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানিয়েছেন, বাজেয়াপ্ত ফেন্সিডিলের বাজার মুল্য কুড়ি লক্ষাধিক টাকা হবে। পুলিশ জাহির হোসেনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।