নয়াদিল্লি, ১৭ জুন : ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা। বিদায়ী প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা-কে দায়িত্ব পালনে তাঁর অবদানের জন্য প্রশংসা করেছে দল।
আজ এক বিবৃতিতে এআইসিসি সাধারণ সম্পাদক সাংসদ কে সি ভেনুগোপাল জানিয়েছেন, দলেট সর্বভারতীয় সভাপতি ত্রিপুরায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা-কে নিযুক্তি দিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
পিসিসি-র নতুন সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, নতুন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা-কে অনেক শুভেচ্ছা। তাঁর নেতৃত্বে আগামীদিনে দল ত্রিপুরায় আরও শক্তিশালি হবে। বিদায়ী পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা-কেও তাঁর অবদানের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি।