নয়াদিল্লি, ১৬ জুন (হি.স.) : আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার বিকেলের পর হঠাৎই আবহাওয়ার রূপ বদলে যায় দিল্লিতে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে দিল্লির নানা প্রান্ত। এদিন বিকেলের দিকে দিল্লির নানা প্রান্তে অঝোরে বৃষ্টি হয়েছে। ঘর্মাক্ত গরম থেকে নিস্তার পেয়েছেন দিল্লিবাসী। শুক্রবার বিকেলে দিল্লির আর কে পুরম, ফিরোজ শাহ রোড-সহ রাজধানীর কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম থেকে রেহাই পেয়েছেন দিল্লিবাসী।
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, আগামী ৩ দিন এমনই আবহাওয়া থাকবে রাজধানী দিল্লিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে দিল্লি-এনসিআর অঞ্চলে। আগামী ৩ দিন তাপমাত্রা কমতে পারে রাজধানী দিল্লিতে। ফলে ঘর্মাক্ত গরম থেকে দিল্লিবাসী স্বস্তি পাবেন।