শান্তিরবাজারে চ্যালেঞ্জার ক্রিকেটে তুইকর্মকে হারালো রেক্স ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। জয় পেলো রেক্স ক্লাব। পরাজিত করলো তুইকর্ম যুব সংস্থাকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত চ্যালেঞ্জার ট্রফি সিনিয়র ক্রিকেটে।  বাইখোরা স্কুল মাটে অনুষ্ঠিত ম্যাচে রেক্স ক্লাব  ৪১ রানে পরাজিত করে তুইকর্ম যুব সংস্থাকে। 

সন্দীপ মুড়াসিং এর ঝড়ো ব্যাটিং। তাতেই বড় স্কোর গড়লো রেক্স ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রেক্স ক্লাব টসে জয়লাভ করে নির্ধারিত ১৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। দলের পক্ষে সন্দীপ মুড়াসিং ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬০ (‌অপ:‌)‌, কিষান মুড়াসিং ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬, অর্পন মুড়াসিং ২০ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৩ এবং রাহুল মুড়াসিং ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। তুইকর্ম যুব সংস্থার পক্ষে জীতেন্দ্র রিয়াং (‌২/‌২৪) এবং ডেভিড ডার্লং (‌২/‌২৫) সফল বোলার। জবাবে খেলতে নেমে তুইকর্ম যুব সংস্থা  ‌‌‌ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জীবন্ত লাল রিয়াং ২০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৩,ডেভিড রিয়াং ১০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১, ইংল্যান্ড রিয়াং ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং হিমলেশ সাংমা ১৫ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। ‌শেষ পর্যন্ত তুইকর্ম যুব সংস্থা ১০২ রান করতে সক্ষম হয়।  রেক্স ক্লাবের পক্ষে সুমিত মুড়াসিং (‌৩/‌১৮) সফল বোলার।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *