ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন।। আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর পরিচালনায় আজ, শুক্রবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হল নাম্বার টুতে অনুষ্ঠিত হয় ওপেন আন্ত: কলেজ, বিশ্ববিদ্যালয় যোগা কম্পিটিশন। এতে এমবিবি ইউনিভার্সিটি, ইকফাই ইউনিভার্সিটি সহ রাজ্যের অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। সকাল এগারোটায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন এর ভারপ্রাপ্ত প্রধান ডঃ সুদীপ দাস। শুক্রবারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২১ শে জুন সকাল ছটায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মেগা যোগা অনুষ্ঠানে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেন সার্টিফিকেট প্রদান করবেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় ১৮ থেকে ২৫ বছর মহিলা বিভাগে নন্দিতা সেন প্রথম, জয়ন্তী দাস দ্বিতীয়, ঈষা সূত্রধর তৃতীয় স্থান পেয়েছে। পুরুষ বিভাগে সৌরভ ঘোষ, কিষান দেবনাথ ও তন্ময় দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। 25 বছরের ঊর্ধ্বে পুরুষ বিভাগে মাধব দেবনাথ, আশরাফ আলী ও রাজীব দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছেন। মহিলা বিভাগে অনিতা রানী দেববর্মা প্রথম স্থান পেয়েছেন।
2023-06-16