ইমফল, ১৬ জুন (হি.স.) : রাজ্যের একমাত্র মহিলা মন্ত্রী নেমচা কিপগেনের বাসভবনে আগুন দেওয়ার একদিন পর গতকাল রাতে ইমফল পূর্ব জেলার কংবা-নান্দিবাম লেইকাই অঞ্চলে কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিঙের বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে ঘটনার সময় আরকে রঞ্জন সিং ও তাঁর পরিবার বাড়িতে ছিলেন না।
জানা গেছে, বৃহস্পতিবার রাত প্রায় ১১টা নাগাদ দুর্বৃত্তের এক দল কংবা-নান্দিবাম লেইকাই অঞ্চলে কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিঙের বাসভবনে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করার চেষ্টা করে। তারা মন্ত্ৰী-আবাসের মূল গেটে আগুন ধরিয়ে দেয়। আগুন তাঁর বাড়িকে গ্রাস করে নিচ্ছিল। তবে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোটা বাড়ির ক্ষতি না হলেও একাংশ পুড়ে গেছে। নষ্ট হয়েছে বেশ কিছু মূল্যবান সম্পত্তির।
রাজ্য পুলিশের সূত্র জানিয়েছে, গত রাতে কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিঙের বাসভবনের কাছে দুর্বৃত্তের বিশাল দল জড়ো হতে শুরু করলে ইমফল পূর্ব জেলার পুলিশ দলটিকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গত ১৪ জুন সন্ধ্যারাত প্রায় সাড়ে ছয়টা নাগাদ মণিপুরের ইমফল পূর্ব জেলার অন্তর্গত লামফেল এলাকায় রাজ্যের মহিলা শিল্পমন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাসভবনে অগ্নিসংযোগ করেছিল সন্দেহভাজন কুকি দুষ্কৃতীরা। এর পর গতকাল বৃহস্পতিবার ভোররাত প্রায় ১:০০টা নাগাদ ইমফল পূর্ব জেলার মেইতেই, কুকি, মুসলমান এবং বাঙালি জনগোষ্ঠীয় মানুষ অধ্যুষিত নিউ চেকন অঞ্চলে দুর্বৃত্তরা নাগরিকের ঘরে অগ্নিসংযোগ করেছিল।