ডিমা হাসাওয়ে গাছ ভেঙে পড়ে মৃত্যু ব্যক্তির

হাফলং (অসম), ১৬ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলায় গাছ পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নিহত ব্যক্তিকে নগাঁও জেলার অন্তর্গত রূপহির বাসিন্দা ইয়াসিন আলি বলে শনাক্ত করা হয়েছে।

গত কয়েক দিন থেকে ডিমা হাসাও জেলায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় আজ শুক্রবার সকালে এই শোকাবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে দিয়ুংব্রাতে। দিয়ুংব্রা ব্লক বাজার থেকে আজ সকাল প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ একটি মোটর সাইকেলে করে দিয়ুংব্রা আইটিডিপি ব্লকের রাস্তা ধরে দুই ব্যক্তি বাড়ি ফেরার পথে হঠাৎ গাছ ভেঙে পড়ে তাঁদের ওপর। মটর সাইকেলে পিছনের আরোহী ইয়াসিন আলি গুরুতরভাবে জখম হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা গুরুতর জখম ইয়াসিনকে দিয়ুংব্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে মটর সাইকেলের চালক সৌভাগ্যক্রমে অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন বলে জানা গিয়েছে।
এদিকে লাগাতার বর্ষণের জেরে পাহাড় থেকে নেমে আসা জলের স্রোতে লোয়ার হাফলঙের পূর্ত সড়ক নদীর আকার ধারণ করেছে। পাশাপাশি পূর্ত সড়কটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে লাগাতার বর্ষণের দরুন ডিমা হাসাও জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির জেরে ডিমা হাসাও জেলার গ্রামঞ্চলের সংযোগী সড়ক ভূমিধসের দরুন বন্ধ হয়ে পড়ার খবর পাওয়া গেছে। তাছাড়া লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি নদী গুলিও ফুলে ফেঁপে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *