সন্তোষের স্থানে এলেন রত্নেশ সাদা, বিহারের মন্ত্রী হিসেবে শপথ নিলেন এই জেডি (ইউ) বিধায়ক

পাটনা, ১৬ জুন (হি.স.): সন্তোষ কুমার সুমনের স্থানে এলেন জনতা দল (ইউনাইটেড)-এর বিধায়ক রত্নেশ সাদা। শুক্রবার বিহারের মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেছেন বিহারের সোনবারসা বিধানসভা কেন্দ্রের জেডি (ইউ) বিধায়ক রত্নেশ সাদা। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রত্নেশকে শপথবাক্য পাঠ করান বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার।

উল্লেখ্য, গত ১৩ জুন বিহারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরেপক্ষ)-র প্রেসিডেন্ট সন্তোষ কুমার সুমন। সন্তোষের ইস্তফার পর শুক্রবার নীতীশ কুমারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিলেন রত্নেশ সাদা। হিন্দুস্তানি আওয়াম মোর্চা (ধর্মনিরপেক্ষ)-র প্রধান জিতন রাম মাঁঝির ছেলে ডক্টর সন্তোষ কুমার সুমনের পদত্যাগের বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এদিন বলেছেন, “আমি পদত্যাগ করে তাঁকে (জিতন রাম) মুখ্যমন্ত্রী করেছি, তিনি এখন কী বলছেন তা সবাই জানে। সবাই জানত যে, তিনি বিজেপির মানুষজনের সঙ্গে দেখা করছেন এবং তারপর আমাদের কাছেও আসতেন। যখন আমি তাঁদের (জিতন রাম এবং সন্তোষ কুমার সুমন) বললাম, নিজেদের দলকে আমাদের সঙ্গে একীভূত করতে অথবা আলাদা করতে, তখন তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয়।”
হিন্দুস্থান সমাচার।রাকেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *