সর্বশক্তি দিয়ে মণিপুরের অখণ্ডতা রক্ষা করবে সরকার, সম্প্রীতি বিঘ্নকারী শক্তির কাছে ইঞ্চি জমিও আপস নয়, বলেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং

ইমফল, ১৬ জুন (হি.স.) : রাজ্যের সম্প্রীতি বিঘ্নকারী শক্তির কাছে ইঞ্চি জমিও আপস করবে না মণিপুর সরকার। পাশাপাশি শান্তি-সম্প্রীতি বজায় রেখে মণিপুরের অখণ্ডতা রক্ষা করতে সর্বশক্তি প্রয়োগ করবে রাজ্য, দৃঢ়তার সঙ্গে তাঁর সরকারের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং।

আজ শুক্ৰবার বিকেলে রাজ্য সচিবালয়ে তাঁর সরকারের দৃঢ় অবস্থান অবগত করছিলেন মুখ্যমন্ত্ৰী বীরেন সিং। মুখ্যমন্ত্ৰী বলেন, তাঁর সরকার জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্ৰহণ করবে না। রাজ্যে স্বাভাবিকতা পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার জন্য জনগণের কাছে আবেদন জানান মুখ্যমন্ত্রী।

ইমফল পূর্ব জেলার কংবা-নান্দিবাম লেইকাই অঞ্চলে কেন্দ্রীয় বিদেশ ও শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিং, লামফেল এলাকায় রাজ্যের মহিলা মন্ত্রী নেমচা কিপগেনের সরকারি বাসভবন, নিউ চেকন, খামেনলক প্রভৃতি এলাকায় নাগরিকদের বসতবাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষজনকে হত্যার ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি ওই সব ঘটনাবলির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, পাহাড়ি এলাকার ৪১টি গ্রাম এবং উপত্যকা সংলগ্ন ৩৯টি গ্রামে জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের ধরতে আধাসামরিক বাহিনী এবং মণিপুর পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল কুরাংপাট এবং ইয়াইঙ্গাংপোকপি সহ বিভিন্ন স্থানে অনুসন্ধান ও চিরুনি অভিযান চালিয়েছে। দৃঢ়তার সঙ্গে বলেন, এ ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিনের মতো বীরেন সিং আজ আবারও বলেন, রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা সরকারের বিরুদ্ধে বিবাদ সৃষ্টি করে উত্তেজনা কায়েম করেছে। তিনি জোর দিয়ে বলেন কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তথা অশুভ শক্তি একে দুটি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হিসেবে চিত্রিত করার চেষ্টা করছে, দুই সম্প্রদায়ের মধ্যে প্রাচীর তৈরি করে অশান্তি সৃষ্টি করতে মেতে উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে তিনি সব সম্প্রদায়ের মধ্যে আস্থা ও বিশ্বাস পুনরুদ্ধারে সর্বসাধরণের প্রতি আহ্বান জানান।

এছাড়া মুখ্যমন্ত্রী বলেন, একাংশ স্বার্থান্বেষী গোষ্ঠী উত্তেজনা বাড়াতে নানা গুজব ছড়াচ্ছে। তাই গুজব ও সত্যাসত্য যাচাই না করে ভুয়ো তথ্যে বিশ্বাস না করতে জনসাধারণের কাছে আবেদন জানিয়ে বলেন, এতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অবিশ্বাস ছডিয়ে কেবল উত্তেজনা বাড়াবে, শান্তি নয়। বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্ৰচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। তাই নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা না দেওয়ার জন্যও জনতার প্রতি আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এতে ঝুঁকিপূর্ণ এলাকায় সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করে।

খেদ ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বীরেন সিং বলেন, উপত্যকার কিছু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়া দুর্বল পাদদেশীয় অঞ্চলে নিরাপত্তা বাহিনী মোতায়েনকে বাধাগ্রস্ত করছে। এতে উপদ্রুত উপত্যকা অঞ্চলে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে ব্যহত হচ্ছে। তিনি জনসাধারণকে বাস্তুচ্যুত জনগণের জমি ক্রয়-বিক্রয় না করার আহ্বান জানিয়ে আরও বলেন, বিবদমান উভয় সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে আস্থা পুনরুদ্ধার করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও দৃঢ়তার সঙ্গে বলে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *