আগরতলা, ১৬ জুন (হি.স.) : বনমালীপুর বিদ্যুৎ দপ্তর থেকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ সহ বেশ কিছু সামগ্রী পাচারের সময় মন্ত্রীর হাতেই আটক হয়েছে গাড়ি। বৈধ কাগজপত্র না পেয়ে ওই গাড়ি আটক করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি দপ্তরের অধিকর্তাদের ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিদ্যুত মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, কিছুদিন পূর্বে বনমালীপুর বিদ্যুৎ দপ্তর পরিদর্শনে গিয়ে অপরিষ্কার দেখে কর্মীদের নির্দেশ দিয়েছিলেন দপ্তরকে পরিষ্কার রাখার জন্য। তখন তিনি জানতে পারেন জনৈক ঠিকেদার কয়েক বছর ধরে বিদ্যুৎ দপ্তরে তাঁর বিভিন্ন সরঞ্জাম মজুত করে রেখেছে। সাথে সাথে তিনি দপ্তরের অধিকর্তাদের ওই ঠিকেদারের সরঞ্জাম অন্যত্র নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। গত দুই দিন ধরে ওই ঠিকেদার গাড়ি করে জিনিস পত্র অন্যত্র নিয়ে যাচ্ছেন। কিন্তু গোপন সূত্রে মন্ত্রীর কাছে খবর আসে জনৈক ঠিকেদারের সরঞ্জামের সাথে বিদ্যুৎ দপ্তরের মুল্যবান যন্ত্রাংশ সহ বিভিন্ন সামগ্রী পাচার করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে বনমালীপুর বিদ্যুৎ দপ্তর গিয়ে চুরি আটকালেন তিনি। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন নিগমের এমডি।
তিনি আরও জানিয়েছেন, ঠিকেদারের কাছ থেকে বৈধ নথিপত্র চাওয়া হলে তিনি কিছুই দেখাতে পারেননি। তাই গাড়ি আটক করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দপ্তরের অধিকর্তাদের ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন।