শুক্রবার রাতেই রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শুক্রবার রাতেই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ শনিবার তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার সুকল ময়দানে জনসমাবেশে বক্তব্য রাখবেন৷  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য সম্পর্কে কেন্দ্র করে দলের তরফ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে৷ শুক্রবার রাতেই তিনি রাজ্যে এসে  পৌঁছাবেন৷ শনিবার সকালে তিনি দুজন প্রবীণ ব্যক্তিত্বের বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযানে সামিল হবেন৷ শনিবার যাবেন দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে৷ শান্তিরবাজার সুকল ময়দানে জনসমাবেশে বক্তব্য রাখবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ সর্বভারতীয় সভাপতি রাজ্য সফরকে কেন্দ্র করে দলীয় তরফে রাজ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ উল্লেখ্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর কার্যকাল পূর্ণ উপলক্ষে দলের তরফ থেকে সারাদেশব্যাপী ব্যাপক প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ বিজেপির শাসনকালে বিগত নয় বছরে যেসব উল্লেখযোগ্য কাজকর্ম বাস্তবায়িত হয়েছে সেগুলি জনসমক্ষে তুলে ধরার লক্ষ্যেই দলের তরফ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ সেই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা রাজ্য সফরে আসছেন৷ এদিকে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে দলীয় সমাবেশকে সার্থক করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ ৩০ থেকে ৩৫ হাজার কার্যকর্তা এই সমাবেশে উপস্থিত থাকবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *