শ্রীনগর, ১৬ জুন (হি.স.): উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে ৫ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। কুপওয়ারা জেলার জুমাগন্দ এলাকার ঘটনা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল ওই সন্ত্রাসবাদীরা। কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, কুপওয়ারা জেলায় এনকাউন্টারে মারা পড়েছে ৫ বিদেশি জঙ্গি। ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান জারি রয়েছে।
শুক্রবার সকালে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় কয়েকজন জঙ্গি কুপওয়ারা জেলার জুমাগন্দ এলাকা থেকে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছে। সেই খবর পাওয়ার পর থেকেই সতর্ক হয়ে যায় সুরক্ষা বাহিনী। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে নিকেশ হয়েছে ৫ সন্ত্রাসবাদী। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় জানা না গেলেও, কাশ্মীরের এডিজিপি বিজয় কুমার জানিয়েছেন, সকলেই পাকিস্তানি।