কানাডায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫, আহত ১০

ওটোয়া, ১৬ জুন (হি.স.) : কানাডায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই বয়স্ক ছিলেন। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানিটোবা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

উইনিপেগ থেকে ১৭০ কিলোমিটার পশ্চিমে দক্ষিণ-পশ্চিম ম্যানিটোবার কারবেরি শহরের কাছে দুটি বড় রাস্তার সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে। বাসের যাত্রীরা কারবেরির একটি ক্যাসিনোতে যাচ্ছিলেন।

ম্যানিটোবা রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ কমান্ডার সহকারী কমিশনার রব হিল বলেছেন, এই সংঘর্ষের কমপক্ষে ১৫ জনের মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে। এক টেলিভিশন সংবাদ সম্মেলনে হিল বলেছেন, এটি দুঃখজনক। ম্যানিটোবা এবং কানাডা জুড়ে এই দিনটি অবিশ্বাস্য দুঃখ হিসেবে স্মরণ করা হবে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪৩ মিনিটে একটি এয়ার অ্যাম্বুলেন্সসহ ১২টি অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি যানবাহন ঘটনাস্থলে পাঠানো হয়।
বাসটিতে প্রায় ২৫ জন ছিলেন। ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়, উভয় গাড়ির চালক জীবিত। দুর্ঘটনার জন্য কে দায়ী, তা বলতে অস্বীকার করেছে তারা।
টুইট বার্তায় দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘যারা আজ প্রিয়জন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আহতরা আমার ভাবনায় আছেন। তারা যে ব্যথা অনুভব করছেন, তা আমি কল্পনা করতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *