মুম্বাই,১৫ জুন (হি.স.): সাহস নয় একেই বলে দুঃসাহস । এদিক ওদিক নয় সোজা শিল্পা শেট্টির বাংলোয় হাজির ডাকাত । শুধু হাজির হয়েই খান্ত থাকেনি তারা । চলে রীতিমত অভিনেত্রীর বাংলোয় ডাকাতি । ঘটনায় বৃহস্পতিবার মুম্বই পুলিশের হাতে আটক ২ ।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। বলি তারকা শিল্পার জুহুর বাংলো থেকে খোয়া যায় বেশকিছু বহুমূল্য জিনিসপত্র । টের পেয়েই তড়িঘড়ি স্থানীয় জুহু থানায় গিয়ে অভিযোগ জানান অভিনেত্রী । এরপরই তদন্তে নামে মুম্বই পুলিশ । কারা শিল্পা শেট্টির বাড়িতে এই ডাকাতি চালাল সেই তদন্ত চলতে চলতেই বৃহস্পতিবার ২ জনকে আটক করেছে পুলিশ । এই ঘটনায় ওই ২ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।