BRAKING NEWS

বাংলাদেশে সংখ্যালঘু সংগঠনের কর্তাদের সঙ্গে বৈঠকে অনগ্রসর বাসিন্দারা


ঢাকা, ১৫ জুন (হি স)। গোপীবাগ (টিটিপাড়া) রেলওয়ে হরিজন ও তেলুগু কলোনীর বাসিন্দারা বৃহস্পতিবার বিকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় ওই বাসিন্দারা তাঁদের বাসস্থান ও পুনর্বাসন নিশ্চিত করার জন্য ঐক্য পরিষদের আন্তরিক চেষ্টার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পাশে থাকার জন্য পরিষদকে তারা অনুরোধ করেন।

এ সময় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাংলাদেশের সকল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুর সমঅধিকার নিয়ে বসবাসের নিশ্চয়তা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। হরিজন ও তেলুগু সম্প্রদায়ের মানুষদের বসবাসের অধিকারের প্রশ্নেও ঐক্য পরিষদ সবসময় তাদের পাশে থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, ছাত্র বিষয়ক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পাদিত্য বসু, গোপীবাগ কলোনীর বাসিন্দা রাজেন লাল, পারদ লাল, রাজীব চন্দ্র দাস, সীতা রাণী, রঞ্জয় দাস, শিল্পী রাণী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *