সদ্যপ্রয়াত ড. তাপসশংকরকে সশ্রদ্ধ স্মরণ আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপের


শিলচর (অসম), ১৫ জুন (হি.স.) : না ফেরার দেশে চলে গেছেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রশাসক ও সমাজকর্মী ড. তাপসশংকর দত্ত। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে অসামান্য ভূমিকা প্রদানকারী সদ্যপ্রয়াত ড. তাপসশংকর দত্তকে সশ্রদ্ধ স্মরণ করেছেন আকসা-র প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন, ‘বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন?’, ১৯৮৩ সালে এই শিরোনামে একটি বৃহৎ সেমিনারের আয়োজন করা হয়েছিল। ওই সেমিনারে বক্তা হিসেবে সেদিন এই ইস্যুতে তাঁর অবস্থান ও কেন তা দরকার সে সম্পর্কে দীর্ঘ ও সুললিত বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন তিনি। এছাড়া আকসা-র উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন মূল্যবান পরামর্শ দিয়ে তিনি আন্দোলনকারীদের সমৃদ্ধ করেছিলেন, জানান প্রদীপ।

প্রদীপ দত্তরায় আরও বলেন, মাস-চারেক আগে অসুস্থ ড. তাপসশংকর দত্তের সাথে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। সে সময় কথা প্রসঙ্গে ১৯৮৩ সালে প্রদত্ত তাঁর সেই বক্তব্যের সমস্ত সারগর্ভ তিনি তাঁকে আবার বলেছিলেন। ‌এছাড়া অতীতের অনেক ঘটনার কথা এদিন বিশদে উল্লেখ করেছিলেন ড. দত্ত।

তিনি বলেন, ৮৪ বছর বয়সে তাপসশংকর দত্তের মতো একজন প্রখর স্মরণশক্তি সম্পন্ন ব্যক্তি তিনি খুব কম পেয়েছেন। দত্তরায় বলেন, শিক্ষাবিদ ছাড়াও প্রয়াত ড. দত্ত ‘সিটিজেন রাইটস প্রটেকশন কমিটি’র সভাপতি ছিলেন। আমৃত্যু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিলেন তিনি। এই উপত্যাকার মাটি ও মানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্ক ছিল।

প্রদীপ দত্তরায় বলেন, এই মৃত্যু তাঁর কাছে খুবই বেদনাদায়ক। কারণ একজন প্রকৃত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে তিনি চিরতরে হারালেন। এদিন তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন প্রদীপ দত্তরায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *