ইডি হেফাজতে কেঁদে ফেললেন তামিল মন্ত্রী সেন্থিল বালাজি; ভর্তি হাসপাতালে, বিজেপি বলল পুরোটাই ‘নাটক’

চেন্নাই, ১৪ জুন (হি.স.): অর্থ তছরুপ মামলায় তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার রাতে তামিলনাড়ুর এই মন্ত্রীকে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতার হওয়ার পরই ইডি হেফাজতে কেঁদে ফেলেন সেন্থিল, তিনি অসুস্থও হয়ে পড়েন। এরপর তাঁকে চেন্নাইয়ের ওমানদুরার সরকাররি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তামিলনাড়ুর মন্ত্রী পি কে সেকর বাবু দাবি করেছেন, বালাজিকে যে ‘নির্যাতন’ করা হয়েছে তা দেখাই যাচ্ছে। মঙ্গলবার (১৩ জুন) থেকে দীর্ঘ জিজ্ঞাসাদাবাদের পর সেন্থিলকে গ্রেফতার করে ইডি। সেন্থিল বালাজিকে দেখতে হাসপাতালে যান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। পরে উদয়নিধি বলেছেন, “সেন্থিল বালাজির চিকিৎসা চলছে। আমরা আইনগতভাবে এটি মোকাবিলা করব। আমরা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের হুমকির রাজনীতিতে ভীত নই।” তামিলনাড়ুর আইনমন্ত্রী এস রঘুপতি বলেছেন, “সেন্থিল বালাজিকে টার্গেট করে নির্যাতন করা হয়েছে। ইডি তাঁকে ২৪ ঘন্টা ধরে জেরা করেছে। এটা সম্পূর্ণ মানবাধিকার বিরোধী। জনগণ ও আদালতের কাছে জবাব দিতে হবে ইডি-কে।” বিজেপি অবশ্য গোটা ঘটনাটিকে ‘নাটক’ বলে অভিহিত করেছে। তামিলনাড়ুর বিজেপির সহ-সভাপতি নারায়ণ থিরুপতী বলেছেন, “এটি ডিএমকে-এর একটি নাটক…ইডি জিজ্ঞাসাবাদের জন্য সেন্থিল বালাজিকে ডেকেছে, তিনি একজন মন্ত্রী, এবং তদন্তে সহযোগিতা করা তাঁর কর্তব্য…আমি মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে তাঁর মন্ত্রিসভা থেকে অবিলম্বে সেন্থিল বালাজিকে বরখাস্ত করার অনুরোধ করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *