মনোনয়নে বাধাপ্রাপ্তদের নিয়ে কমিশনের অফিসে সুকান্ত

কলকাতা, ১৪ জুন (হি. স.) : মনোনয়নে বাধাপ্রাপ্ত বিজেপি প্রার্থীদের বাসে করে এনে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। এর আগে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য নেতৃত্ব সেখানে অবস্থানে বিক্ষোভে বসেন।

সুকান্তবাবু দুপুরে বলেন, যতক্ষণ পর্যন্ত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে শান্তিপূর্ণভাবে বিজেপির মনোনয়ন না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকে উঠবো না। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি মিনাখা, হাড়োয়া সহ একাধিক জায়গায় আমাদের প্রার্থীরা ঠিকমতো মনোনয়ন দিতে পারছে না। তাদের বাধা ও হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বিডিও অফিসের সামনে গিয়ে ভয় দেখানো হচ্ছে।

ইতিমধ্যে আমরা প্রার্থী তালিকা বসিরহাট মহকুমা শাসক মৌসম মুখার্জির হাতে তুলে দিয়েছি খুব দ্রুত যাতে সমাধান হয়।

সুকান্তবাবুর অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনার সমস্ত জেলা জুড়ে যে তাণ্ডব চলছে তা ভয়ংকর পুলিশ কি নিরাপত্তা দেবে? রাজ্য চাইলে বিনা পয়সায় কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত নির্বাচনে আমরা দেব। এমনিতে কেন্দ্র সরকার সব রকম সাহায্যে আশ্বাস দিয়েছে রাজ্যকে। আমাদের প্রার্থীদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় মানবিকতার কমিশনে তালিকায় উদয়ন গুহকে গুন্ডা বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্যের অবস্থা খুব খারাপ। আমরা চাই প্রশাসন কড়া পদক্ষেপ নিক। কয়লা গরু টেট দুর্নীতিতে একে একে সবাই যাবে শুধু সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী যুক্ত না থাকলে এত বড় দুর্নীতি হয় না। সময় দিন সব দেখবেন।“