আগরতলা, ১৪ জুন (হি.স.) : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। মঙ্গলবার গভীর রাতে বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল এলাকার খগেন্দ্র বণিকের দোকানে চুরি হয়েছে। চোরের দল দোকানে হানা দিয়ে বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ প্রায় তিন হাজার টাকা চুরি করে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
দোকান মালিক খগেন্দ্র বণিক জানিয়েছেন, গতকাল রাত আনুমানিক ১০:৩০ টা নাগাদ দোকানে তালা লাগিয়ে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। আজ সকালে এসে দোকানের দরজা ভাঙা দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। সাথে সাথে তিনি বিশালগড় থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।
তিনি জানিয়েছেন, চোরের দল দোকানে থাকা বিভিন্ন মূল্যবান সামগ্রী এবং নগদ প্রায় তিন হাজার টাকা নিয়ে পালিয়েছে। তাঁর দাবি, দোকানে প্রায় ১৫ হাজার টাকার জিনিস নিয়ে পালিয়েছে চোরের দল।

