ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন।। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। আগামীকাল থেকে শুরু হচ্ছে সি-ডিভিশন লীগ ফুটবল টুর্নামেন্ট। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত সি-ডিভিশন ফুটবল টুর্নামেন্ট এবার রেকর্ড সংখ্যক দল বারোটি ফুটবল দলকে নিয়ে অনুষ্ঠিত হবে। টিএফএ-র ঐতিহাসিক সিদ্ধান্তক্রমে এবছর একাধিক আবেদনকারী দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সম্প্রতি এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার পর ইতোমধ্যে পূর্ণাঙ্গ ক্রীড়া সূচিও ঘোষণা করা হয়েছে। লীগ কমিটির সেক্রেটারি ক্রীড়াসূচি ঘোষণা করেছেন। অংশগ্রহণকারী বারোটি দলকে দুটো গ্রুপে বিন্যাস করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে সাঁই স্যাগ, ইকফাই ফুটবল ক্লাব, এনএসআরসিসি, জম্পুই জলা, ওরিয়েন্টাল ক্লাব এবং আনন্দ ভবন। গ্রুপ বি-তে রয়েছে ইউনাইটেড বিএসটি, বিবেকানন্দ ক্লাব, কেশব সংঘ, আমরা কজনা, স্কাইলার্ক এবং উমাকান্ত কোচিং সেন্টার। ছটি করে দলকে নিয়ে দুটি গ্রুপে লীগ পর্যায়ে খেলা অনুষ্ঠিত হবে। আগামীকাল বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ইকফাই ফুটবল একাডেমি খেলবে বিলোনিয়ার অরিয়েন্টাল ক্লাবের বিরুদ্ধে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার পার্থ বিশ্বাস। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত থাকবেন। দ্বিতীয় দিন অর্থাৎ ১৬ জুন থেকে প্রতিদিন দুটি করে ম্যাচ রাখা হয়েছে। সকাল ৮ টায় প্রথম ম্যাচ হবে। দ্বিতীয় ম্যাচ হবে বিকেল চারটায়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে। ১৬ জুন, শুক্রবার, গ্রুপ বি এর প্রথম ম্যাচে স্কাইলার্ক খেলবে উনাকান্ত কোচিং সেন্টারের বিরুদ্ধে। সংবাদ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী এবারকার আসরে অংশগ্রহণকারী সব কটি দলই বেশ জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণকারী দুটি দলের খেলোয়াড়রাও দায়িত্বপ্রাপ্ত কোচ থেকে শেষ সময়ের টিপস নিয়েছেন।
2023-06-14