চেন্নাই ও নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): দুর্নীতির দায়ে গ্রেফতার হওয়া তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি পাশে পেলেন বিরোধীদের। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা গ্রেফতারির নিন্দা করলেন। নিন্দা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়, উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা সঞ্জয় রাউত, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে প্রমুখ। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও নিন্দা করেছেন। আবার হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রীকে দেখতে যান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। সেন্থিলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান স্ট্যালিন।
তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, “এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, তা একেবারে ঠিক নয়।” সঞ্জয় রাউত বলেছেন, “আমরা প্রমাণ-সহ তাঁদের (বিজেপি) লোকজনের বিরুদ্ধে অভিযোগ পাঠাচ্ছি। তাঁদের বিরুদ্ধে তদন্ত কবে শুরু হবে?… আমি মহারাষ্ট্রের ৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ইডি-র কাছে অভিযোগ পাঠিয়েছি, মানি লন্ডারিং নিয়ে, আমি কোনও উত্তরও পাইনি… কেন তাঁদের বিরুদ্ধে কোনও অভিযান নেই?” আবার সুপ্রিয়া সুলে বলেছেন, “আমি মোটেও অবাক হচ্ছি না।”