নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশিত স্বচ্ছ ভারত অভিযানে ঝাড়ু হাতে মন্ত্রী ,প্রধান সহ একঝাঁক উদ্যমী যুবক ! স্বচ্ছতায় ভরপুর এখন ফটিকরায় এর অলি গলি৷ মন্ত্রী সুধাংশু দাসের আদর্শে উদ্যমী যুবক তথা গ্রাম প্রধান রাজীব দাসের উদ্যোগে নির্মল স্বচ্ছতায় ভরপুর এখন ফটিকরায় এর অলি গলি৷ মন্ত্রী নিজ জন্মদিনে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন আগামী ১ বছর তিনি নিজের সামাজিক মাধ্যমে নেশামুক্ত ত্রিপুরা গড়তে একটি অভিযান শুরু করবেন৷ যথারীতি প্রতিদিন মন্ত্রী সেই অভিযান সামাজিক মাধ্যমে জারী রয়েছে৷ মিলছে যুবকদের ব্যাপক সাড়া৷ মন্ত্রীর সুধাংশু দাস এর এই অভিযানকে প্রত্যক্ষ করে উৎসাহের সঙ্গে ফটিকরায় এর গ্রামপ্রধান রাজীব দাস একঝাঁক যুবকদের সঙ্গে নিয়ে ফটিকরায় এর প্রধান রাস্তা গুলি থেকে শুরু করে বাজার হাট সহ বিভিন্ন অলিতে গলিতে সাফাই অভিযান অব্যাহত রেখেছেন৷ আজ এই অভিযানের ২৪তম দিনে সকাল হতেই নিজ বিধানসভা কেন্দ্রের স্বচ্ছতায় হাত লাগলেন মন্ত্রী যুবকদের অন্যতম অনুপ্রেরণা মন্ত্রী সুধাংশু দাস৷ সকাল৬টা থেকে ফটিকরায় গ্রামপ্রধান রাজীব দাস সহ এলাকার এক ঝাঁক যুবকদের
সঙ্গে নিয়ে রাস্তার আশপাশ সহ ধর্মস্থান আবর্জনা মুক্ত করতে হাত লাগান৷ এই উদ্যোগ শুধুমাত্র ফটিকরায় নয় ,গোটা রাজ্যেই প্রশংসা কুড়োচ্ছে৷ বিজেপি পরিচালিত ফটিকরায় বিধানসভাতে গত ৫ বছরে অনেক উন্নয়ন হয়েছে , এবার তরুণ গ্রাম প্রধানের এই উদ্যোগে ফটিকরায় বিধানসভার প্রত্যেকটি গ্রামপঞ্চায়েত প্রতিনিধি সহ সাধারণ জনগণ এই অভিযানে সামিল হচ্ছেন৷