শ্রীনগর, ১৩ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় লস্কর-ই-তৈবা জঙ্গিদের এক মদতদাতাকে গ্রেফতার করল সুরক্ষা বাহিনী। বান্দিপোরা জেলার হাজিন বাহারাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে লস্কর জঙ্গিদের ওই মদতদাতাকে। ধৃত জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে দু”টি চিনা হ্যান্ড গ্রেনেড।
কাশ্মীর পুলিশ মঙ্গলবার সকালে জানিয়েছে, বান্দিপোরা পুলিশ, সেনাবাহিনীর ১৩ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ-এর ৪৫ নম্বর ব্যাটেলিয়নের যৌথ অভিযানে বান্দিপোরা জেলার হাজিন বাহারাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে লস্কর জঙ্গিদের ওই মদতদাতাকে। ওই সন্দেহভাজনের কাছ থেকে দু”টি চিনা হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। অস্ত্র আইনে রুজু করা হয়েছে মামলা।