সেন্ট পলস-৩
সুধন্ব্য দেববর্মা স্কুল-০
(ব্রিলিয়েন্ট, তুংসোরাই,নাইসাংগা)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।। সুপার লিগে পরপর দুই ম্যাচে জয় ছিনিয়ে খেতাবের দোরগোড়ায় সেন্ট পলস্ স্কুল। সুপার লিগে পর পর দুই ম্যাচে জয় পেয়ে এখন শেষ ম্যাচে জয়ের অপেক্ষায় তারা। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলকে পরাজিত করে সেন্ট পলস স্কুল। ফলাফল ৩-০। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত কাজল স্মৃতি অনূর্ধ্ব-১৪ আন্ত: স্কুল ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিন পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলে জয় পায় বোখারি দেববর্মার ছেলেরা। অপরদিকে শক্তি কলই এর দল গ্রুপ লিগে অপ্রতিরোধ্য থাকলেও সুপার লিগে খেই হারিয়ে ফেলে। পর পর দুই ম্যাচে পরাজিত হয়ে ছিটকে গেলো জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুল। দুদলের কাছেই ম্যাচটি ছিলো গুরুত্বপূর্ণ। খেতাবের দৌড়ে টিকে থাকতে সেন্ট পলস স্কুলের সামনে জয় ছাড়া বিকল্প কোনও পথ ছিলো না, অপরদিকে ঘুরে দাড়াতে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলের লক্ষ্য ছিলো জয়। ওই অবস্থায় ম্যাচের শুরু থেকেই আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে খেতাবের অন্যতম দাবিদার সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। শুরু থেকেই নাই সাংগা রিয়াংদের ক্রমাগত আক্রমণে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলের রক্ষণভাগে চিড় ধরে। তবে প্রথম গোল পেতে সেন্ট পলস স্কুলকে অপেক্ষা করতে হয় ১৮ মিনিট। রমেশ ওরাং এর বাড়ানো বল থেকে ওই সময় অত্যাধিক দক্ষতায় সেন্ট পলস স্কুলকে এগিয়ে দেয় ব্রিলিয়েন্ট রিয়াং (১-০)। গোল পেতেই দ্বিগুন উৎসাহে আক্রমণের গতি আরও বাড়ায় সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। ২৯ মিনিটে আসে দ্বিতীয় সাফল্য। এবার বিপক্ষের জাল নাড়ায় তুংসোরাই রিয়াং (২-০)। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে খেলা শুরু করে সেন্ট পলস স্কুলের ফুটবলাররা। ৫৯ মিনিটে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলের জাল শেষ বার নাড়ায় নাইসাংগা রিয়াং (৩-০)। ব্যবধান কমানোর জন্য শেষ দিকে জম্পুইজলার সুধন্ব্য দেববর্মা স্কুলের ফুটবলাররা আক্রমণে তেজীভাব আনলেও বিপক্ষের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি। শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে ৩-০ গোলে জয় পেয়ে খেতাবের কাছাকাছি চলে গেলো সেন্ট পলস স্কুল। ম্যাচটি পরিচালনা করেন বিশ্বজিৎ দাস। আজ মতিনগর স্কুল খেলবে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। ওই ম্যাচে মতিনগর স্কুল বড় ব্যবধানে জয় না পেলে সমস্যায় পড়তে পারে।