ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন।।মার্শাল আর্ট তাইকুন্ডোর ব্ল্যাক ব্যাল্ট হোল্ডার সুজয় করের সাফল্যের মুকুটে জুড়তে চলেছে আরেকটি রঙ্গিন পালক। ২০-২৫ জুলাই দক্ষিণ কোরিয়ার শিউলে অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক তাইকুন্ডো প্রতিযোগিতা। তাতে অংশ নেবে ভারত। আর ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ত্রিপুরার সুজয় কর। যা আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষনা হবে বলে জানা গেছে। এদিকে ৯-১১ জুন লখণৌতে অনুষ্ঠিত হলো ৪০ তম জাতীয় তাইকুন্ডো প্রতিযোগিতা। ওই রাজ্যের কে ডি সিং বাবু ইন্ডোর হলে হয় আসর। ওই আসরে রেফারির পাশাপাশি কুমসে বিভাগেও অংশ নেন ৪০ বছর বয়সী সুজয়। প্রতিযোগিতায় ৬৮ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করে রীতিমতো চমক দেন ৪০ বছর বয়সী তরুণ যুবকটি। আসরে দলগতভাবে ৩৩ টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান দখল করে অসম, ১৯ টি স্বর্ণপদক পেয়ে রানার্স হয় পশ্চিম বাংলা। আসরে অংশ নিয়েছিলো প্রায় ২৫ টি রাজ্য। পূর্বোত্তর থেকে ত্রিপুরা এবং অসম রাজ্যের খেলোয়াড়রা অংশ নিয়েছিলেন। শুধু তাই নয়, ফেডারেশনের গভর্ণিং বডিতেও স্থান দেওয়া হয় ওনাকে। পাশাপাশি পূর্বোত্তরে তাইকুন্ডো খেলার উন্নতির জন্য যাবতীয় দায়িত্ব ওনার কঁাধে সপে দেন ফেডারেশনের টেকনিক্যাল চেয়ারম্যান গ্র্যান্ডমাস্টার পিটার জাকতিয়ানি। প্রায় ১০ বছর আগে উত্তরপ্রদেশে থাকা কালিন ওই খেলার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। মঙ্গলবার কলকাতা থেকে টেলিফোনে সুজয় বলেন,”আমার দায়িত্ব অনেকটা বাড়লো। পূর্বোত্তরে ওই খেলার উন্নতির জন্য এখন থেকে কাজ করবো। লক্ষ্য থাকবে অলিম্পিকে ত্রিপুরা সহ পূর্বোত্তরের রাজ্যগুলোর খেলোয়াড়রা যাতে ভারতীয় দলে জায়গা পায়। তা মাথায় রেখেই কাজ করবো”। ১৯৮৯ সাল থেকে সুজয় কিউ কুসিন কাইকান ফুলকন্টাক্ট ক্যারাটের সঙ্গে যুক্ত। ওই ক্যারাটে স্টাইল পৃথিবীর সবথেকে শক্তিশালী ক্যারাটে স্টাইলের মধ্যে অন্যতম। ওই খেলার হেড কোয়ার্টার জাপানের টোকিও-তে।
2023-06-13