হিমালয় সন্নিহিত জেলা ভিজছে বৃষ্টিতে, বিক্ষিপ্ত বর্ষণে স্বস্তির আমেজ তিলোত্তমায়

কলকাতা, ১৩ জুন (হি.স.): দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। এর ফলে হিমালয় সন্নিহিত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টি হচ্ছে। এখন প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ, খুব শীঘ্রই দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করতে পারে, এ জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন। বর্ষার আগমণের সঙ্গে সঙ্গেই পাহাড়ে তরাই-ডুয়ার্স-সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টিতে স্বস্তি পেয়েছে জলপাইগুড়িও।

যদিও রাজ্যের পশ্চিমের জেলাগুলি এবং মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মতো পরিস্থিতি আপাতত বজায় থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সারাদিন ঘর্মাক্ত, অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিও হবে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *