ত্রিপুরায় রেলের ধাক্কায় মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ১৩ জুন (হি.স.) : সাত সকালে ধর্মনগর-আগরতলা ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন এক বৃদ্ধা। তেলিয়ামুড়া ডিএম কলোনি এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে খবর পাঠিয়েছে জিআরপি ও তেলিয়ামুড়া থানায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

ওই বৃদ্ধার জনৈক প্রতিবেশী জানিয়েছেন, তেলিয়ামুড়া ডিএম কলোনির বাসিন্দা রসমালা সরকার (৬০)-র ধর্মনগর-আগরতলা ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে। আজ সকালে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া থানায় খবর পাঠিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জিআরপি ও তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। কারণ বেশ কিছুদিন যাবৎ রসমালা সরকার মানসিক রোগে অসুস্থ ছিলেন।তাতে তিনি বেশ কিছু দিন হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন। মানসিক রোগে আক্রান্ত হওয়ায় ফলে রেল লাইনে চলে গিয়েছিলেন।আপাতত পুলিশ অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।