আগামীকাল ত্রিপুরায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির আমের হবে প্রদর্শনী

আগরতলা, ১৩ জুন(হি.স.) : আগামীকাল নাগিছড়া স্থিত কৃষি গবেষনাকেন্দ্রে ত্রিপুরায় উৎপাদিত বিভিন্ন প্রজাতির আমের প্রদর্শনী হবে। এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানালেন কৃষি উপ অধিকর্তা রাজীব ঘোষ।

তিনি বলেন, আম হল ফলের রাজা। আম একটি রসালো ও সুস্বাদু ফল। এখন ত্রিপুরার প্রাকৃতিক আবহাওয়ার সাথে তাল মিলিয়ে সারা রাজ্যের সঙ্গে নাগিছড়া স্থিত কৃষি গবেষনকেন্দ্রেও বিভিন্ন প্রজাতির আমের ফলন হচ্ছে।

তিনি আরও বলেন, আগে ত্রিপুরায় স্থানীয় আমের চাষ হত। কিন্তু এই গবেষনাকেন্দ্রে এখন কৃষকের সুবিধার্থে নতুন নতুন প্রজাতির আমের চাষ হচ্ছে।পৃথিবীতে মোট সহস্রাধিক প্রজাতির আমের ফলন হচ্ছে। এর মধ্যে বাণিজ্যিকভাবে ৩৫০ রকম প্রজাতির আমের চাষ হয়ে থাকে। তার মধ্যে ত্রিপুরাতে প্রায় ৪০ রকম প্রজাতির আমের চাষ হচ্ছে। কৃষি প্রেমিক সমস্ত মানুষের জন্য আগামীকালের অনুষ্ঠান উন্মুক্ত রয়েছে বলে জানান তিনি।